জাতীয়

ঢাকা বিভাগে আত্মহত্যার প্রবণতা বেশি, কম সিলেটে

সারাদেশে গত বছর ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন ঢাকা বিভাগের বাসিন্দারা। আর আত্মহননের হার কম সিলেট বিভাগে।

Advertisement

শনিবার (১৮ জানুয়ারি) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আঁচল ফাউন্ডেশন আয়োজিত ‘২০২৪ সালে শিক্ষার্থীদের আত্মহত্যা: সম্মিলিত উদ্যোগ জরুরি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৪ সালে বাংলাদেশে আত্মহত্যার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। তথ্যানুযায়ী, মোট আত্মহত্যাকারীদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯ শতাংশ।

ঢাকা বিভাগের পরই আত্মহত্যার প্রবণতা বেশি খুলনা ও চট্টগ্রাম বিভাগে। যথাক্রমে বিভাগ দুটিতে আত্মহত্যার পথ বেছে নেওয়ার হার ১৭ দশমিক ৭ শতাংশ এবং ১৫ দশমিক ৮ শতাংশ।

Advertisement

আরও পড়ুন:

প্রতি ৪০ সেকেন্ডে একজন আত্মহত্যা করেন আমি আত্মহত্যা করিনি, আমায় হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় এক বছরে ৪৪১ ময়নাতদন্তের ৩১৩টিই আত্মহত্যার

রাজশাহী ও বরিশাল বিভাগে আত্মহত্যার হার সমান, উভয় বিভাগে ১০ দশমিক ৭ শতাংশ করে। অন্যদিকে, রংপুরে ৭ দশমিক ৭ শতাংশ, ময়মনসিংহে ৫ দশমিক ৫ শতাংশ এবং সিলেটে ২ দশমিক ৯ শতাংশ আত্মহত্যা করেছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৪ সালের আত্মহত্যার তথ্য বিগত বছরগুলোর সঙ্গে তুলনা করেছেন তারা। সেখানে দেখা যায়, ২০২২ সালে দেশে আত্মহত্যাকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৫৩২ জন। ২০২৩ সালে ছিল ৫১৩ জন। সদ্য বিদায়ী ২০২৪ সালে আত্মহত্যাকারী মোট শিক্ষার্থীর সংখ্যা ৩১০ জন।

সেই হিসাবে বিগত দুই বছরের চেয়ে এবার আত্মহত্যার হার কম। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে আত্মহত্যা সম্পর্কিত রিপোর্ট মিডিয়াতে কম এসেছে বলে তারা মনে করছেন।

Advertisement

ভার্চুয়ালি আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগ বিশেষজ্ঞ সায়্যেদুল ইসলাম সায়েদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও গবেষক ড. মো. জামাল উদ্দীন, আইনজীবী ও লেখক ব্যারিস্টার নওফল জামির, আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ প্রমুখ।

এএএইচ/এসএনআর