প্রথম খো খো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের পুরুষ ও নারী দুই দলই। শুক্রবার দুই বিভাগেরই কোয়ার্টার ফাইনাল ছিল। ছেলেদের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ পুরুষ দল ৬৭-১৮ পয়েন্টে হেরেছে নেপালের কাছে। মেয়েরা কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরেছে ১০৯-১৬ পয়েন্টে। এক কথায় কোনো বিভাগের কোয়ার্টার ফাইনালেই প্রতিপক্ষের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ।
Advertisement
খো খো দক্ষিণ এশিয়ার খেলা। ভারত ও নেপাল শক্তিশালী গ্রামীণই এই খেলাটিতে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সবচেয়ে শক্ত দুই দলই বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ায় কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ের শঙ্কা তৈরি হয়েছিল। হয়েছেও তাই। ভারতের দিল্লিতে চলমান প্রথম খো খো বিশ্বকাপে বাংলাদেশ এখন দর্শক।
ধারণা করা হচ্ছে দুই বিভাগের শিরোপার লড়াই হতে পারে ভারত ও নেপালের মধ্যে। মেয়েদের বিভাগে দক্ষিণ এশিয়ার এই দুই দল সেমিফাইনালে উঠেছে। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও নেপালের প্রতিপক্ষ উগান্ডা।
ছেলেদের চার কোয়ার্টারের মধ্যে শেষ হয়েছে তিনটি। সেমিফাইনালে নেপাল খেলবে ইরানের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। ছেলেদের শেষ কোয়ার্টার ফাইনাল চলছে ভারত ও শ্রীলংকার মধ্যে।
Advertisement
আরআই/আইএইচএস/