জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের পদধারী ও পদবঞ্চিত দুই গ্রুপের উত্তেজনায় পণ্ড হয়েছে প্রথম মতবিনিময় সভা।
Advertisement
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সভা শুরু হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেল ৪টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় ৫টায়। সভা শুরু হলে পদবঞ্চিতরা ‘ছাত্রলীগের কমিটি মানি না মানবো না’, ‘শিবিরের কমিটি মানি না মানবো না’ বলে স্লোগান দিলে উত্তেজনা তৈরি হয়। এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে। পরে নবঠিত কমিটির আহ্বায়ক জহির উদ্দিন বাবর সভা স্থগিত ঘোষণা করেন।
এ বিষয়ে পদবঞ্চিত নেতা ইকবাল হোসাইন বলেন, ‘আমি একযুগের বেশি রাজনীতি করি। সব আন্দোলন-সংগ্রামে প্রথম সারিতে থেকে মামলা-হামলা- নির্যাতনের শিকার হয়েছি। অত্যন্ত পরিতাপের বিষয় কমিটিতে আমার মতো অনেক ত্যাগীদের জায়গা হয়নি।’
Advertisement
তিনি আরও বলেন, ‘অনেক ত্যাগী কর্মীকে বাদ দিয়ে ছাত্রলীগ ও বির্তকিত লোকজন এমনকি ৫ তারিখের পর রাজনীতিতে এসেছে, এমন শতাধিক ব্যক্তি পদ পেলেও আমরা বঞ্চিত হলাম।’
জানতে চাইলে বর্তমান কমিটির আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নতুন কমিটির পরিচয় পর্বের জন্য আজকের সভা আহ্বান করা হয়েছিল। শুধু আহ্বায়ক কমিটিতে আছেন সেসব নেতাকর্মী, তাদের ডাকা হয়েছিল। কিন্তু পদ পাননি এরকম কিছু লোক ‘গুপ্ত সংগঠনের’ ইন্ধনে সভাটি বানচাল করার চেষ্টা করে।”
প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, যা ঘটেছে তা কখনোই কাম্য নয়। আমরা চাই সবাই সহাবস্থানে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক।
সৈকত ইসলাম/এসআর/জেআইএম
Advertisement