ক্যাম্পাস

ক্যাম্পাসে পুলিশি হামলায় ঢাবি শিবিরের নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

Advertisement

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমেদ জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানান সংগঠনের নেতাকর্মীরা।

বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী শাসনামলে আন্দোলন দমন করতে এমন হামলা করা হতো। তবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি অত্যন্ত দুঃখজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বিপজ্জনক। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অযাচিত শক্তি প্রয়োগ এবং হামলা গণতান্ত্রিক অধিকার এবং মৌলিক মানবাধিকার পরিপন্থি বলে মনে করে ছাত্রশিবির।

‘একই সঙ্গে ছাত্রশিবির মনে করে, শিক্ষাঙ্গনে পুলিশের অনধিকার প্রবেশ এবং নির্বিচার হামলা শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি শুধু শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পরিবেশে হস্তক্ষেপের কারণ নয়, বরং এটি তাদের সার্বিক নিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করছে। মতপ্রকাশের স্বাধীনতা, সভা-সমাবেশের অধিকার এবং প্রতিবাদের অধিকার মৌলিক মানবাধিকার এবং এর প্রতি যে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।’

Advertisement

বিবৃতিতে অবিলম্বে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়।

এমএইচএ/এএমএ/জেআইএম