শিশু অ্যাকাডেমির সামনে বামপন্থি সংগঠনের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।
Advertisement
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে মিলন চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একটা প্রশাসনিক বডি বর্তমান রয়েছে। ভিসি এবং প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন বলে তৃপ্তির ঢেকুর তোলেন। এরপরও কীভাবে শিক্ষার্থীদের একটি মিছিলে পুলিশ সরাসরি লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড মারে এবং জলকামান নিক্ষেপ করে শিক্ষার্থীদের আহত করে সেই প্রশ্ন ভিসি এবং প্রক্টরের কাছে রাখেন তিনি।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, গতকাল শিক্ষার্থীদের একটি মিছিলে সন্ত্রাসীরা হামলা করেছে। আজকে তারই প্রতিবাদে শিক্ষার্থীরা যখন মিছিল করছিল তখন তাদের ওপরও হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এর জবাব চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন পুলিশ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হল? আমরা এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল আজকে এখানে দাঁড়িয়েছি।
Advertisement
এমএইচএ/এএমএ/জেআইএম