ক্যাম্পাস

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপনে স্মারকলিপি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হল প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা।

Advertisement

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে হলের প্রভোস্ট ড. মো. নাজমুল হকের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে হল প্রশাসনের উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার দাবি জানানো হয়। এ সময় কয়েকটি প্রস্তাবনা দেন তারা। সেগুলো হলো ১. মহান স্বাধীনতার ঘোষণা, মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অসামান্য ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় সাফল্যের ছোঁয়া শীর্ষক আলোচনা সভা ২. দোয়া মাহফিল ৩. সম্পূর্ণ হল আলোকসজ্জায় সজ্জিত করা ৪. রক্তদান কর্মসূচি এবং ৫. একটি স্মারক বৃক্ষ রোপণ করা।

জিয়া হলের আবাসিক শিক্ষার্থী উবাইদুল্লাহ রিদওয়ান বলেন, জিয়াউর রহমানের পরিবারই সবচেয়ে বেশি ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক রোষানলের শিকার। এ আবাসিক হলটি জিয়াউর রহমানের নামে হওয়ায় হাসিনার শাসনামলে তেমন কোনো উন্নয়ন কাজ হয়নি, শিক্ষার্থীরা ছিল বঞ্চিত। নতুন বাংলাদেশে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার দায়বদ্ধতার জায়গা থেকে এই দাবি জানানো হয়েছে।

Advertisement

আরেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট হাসিনার সময়ে জিয়াউর রহমানের জন্ম বা মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করা হলে সেখানে বাধার সৃষ্টি করা হয়েছে। নতুন বাংলাদেশে এই মহান নেতাকে নতুন প্রজন্ম সঠিকভাবে জানুক, নতুনভাবে তার ভাবনাগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এর মাধ্যমে দেশ গঠনে তার যে লক্ষ্য ছিল সেগুলো বাস্তবায়নের নতুন পথ বাংলাদেশে শুরু হোক, এটাই প্রত্যাশা।

এমএইচএ/এসআইটি/জিকেএস