ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন সব রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান, স্থাপনা ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টিকারী নির্মাণাধীন ভবনের মালামাল উচ্ছেদে একযোগে ডিএনসিসির দশটি অঞ্চলে অভিযান শুরু হয়েছে।
Advertisement
১১ জানুয়ারি থেকে টানা ডিএনসিসির দশটি অঞ্চলে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জনদুর্ভোগ নিরসনে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি। গত ১১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সাতদিনে ডিএনসিসির দশটি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এছাড়াও ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে নির্মাণসামগ্রী রেখে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় মোট ২০টি মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এমএমএ/এমএইচআর