এবারই পয়েন্ট বাড়িয়ে প্লে-অফে নিজেদের নিশ্চিতের সুবর্ণ সুযোগ। ঘরের মাঠে খেলা বলে কথা। যদিও ঢাকা-সিলেট পর্বেও ভালোই করেছে তারা। দখলে রেখেছিল দ্বিতীয় স্থান। চট্টগ্রাম কিংসের জন্যই ওপরের কথাগুলো বলা।
Advertisement
চলতি বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরুর দিনেই মাঠে নামছে চট্টগ্রাম কিংস। আজ বৃহস্পতিবার স্বাগতিকদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।
আজ চট্টগ্রামের প্রতিশোধ নেওয়ার ম্যাচ। চলতি আসরের প্রথম দেখায় কিংসকে ৩৭ রানে হারিয়েছিল খুলনা।
প্রতিশোধ নেওয়া ও ঘরের মাঠে প্রথম ম্যাচে টস জিততে পারেননি চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুন। টসভাগ্য সহায় হয়েছে খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। কিংস অধিনায়ক মিথুনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। অর্থাং আগে বোলিং করবে খুলনা।
Advertisement
উসমান খান, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক ও অধিনায়ক), হায়দার আলী, শামীম হোসেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আরাফাত সানি, আলিস আল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ
খুলনা টাইগার্স একাদশ:দারুউইশ রাসুলি, মোহাম্মদ নাইম, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহিদুল ইসলাম আঙ্কন (উইকেটরক্ষক), ডমিনিক সিবলি, মোহাম্মদ নওয়াজ, হাসান মাহমুদ, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, সালমান ইরশাদ।
এমএইচ/জিকেএস
Advertisement