জাপানে ২০২৪ সালে করপোরেট বা ব্যবসায় দেউলিয়াত্বের সংখ্যা বেড়ে ১১ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। বিশেষ করে উপকরণ ও শ্রম খরচের কারণে বেশি চাপে পড়েছে ছোট কোম্পানিগুলো।
Advertisement
টোকিও শোকো রিসার্চ প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর ব্যবসায় দেউলিয়াত্বের সংখ্যা ১৫ দশমিক ১ শতাংশ বেড়ে দশ হাজার ছয়টিতে দাঁড়িয়েছে।
২০১৩ সালের পর এই প্রথম জাপানে দেউলিয়া হওয়া কোম্পানির সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়িয়েছে। মূলত সুদের হার বাড়ায় ছোট কোম্পানিগুলো ঋণের চাপে পড়েছে।
আরও পড়ুন>
Advertisement
প্রতিবেদনে বলা হয়েছে মোট ঋণের দায় ২ দশমিক ৫ শতাংশ কমে ২ দশমিক ৩৪ ট্রিলিয়ন ইয়েন হয়েছে।
উচ্চ মূল্যের জন্য দেউলিয়া হওয়ার সংখ্যা ৪ শতাংশ বেড়ে ৬৯৮টি হয়েছে। দুর্বল ইয়েন ও উচ্চ জ্বালানি মূল্য সাধারণত এই ব্যবসায়িক ব্যর্থতার পিছনে ছিল।
শ্রম সংকট থেকে দেউলিয়া হওয়া কোম্পানির সংখ্যা ৮০ শতাংশ বেড়ে ২৮৯টিতে দাঁড়িয়েছে। মূলত কর্মী ঘাটতি ও উচ্চ শ্রম খরচই এর জন্য দায়ী।
হোলসেল শিল্পের আটখাতে সবচেয়ে বেশি দেউলিয়াত্বের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে দেউলিয়াত্ব ২৬ দশমিক ৫ শতাংশ বেড়ে এক হাজার ২১৪টিতে দাঁড়িয়েছে। তাছাড়া নির্মাণ ক্ষেত্রে দেউলিয়াত্ব ১৩ দশমিক ৬ শতাংশ বেড়ে এক হাজার ৯২৪টিতে দাঁড়িয়েছে।
Advertisement
সম্প্রতি জাপানে দেউলিয়া হওয়া কোম্পানির সংখ্যা বাড়লেও ২০০০ সালের তুলনায় কম রয়েছে। তখন ১৯ হাজার কোম্পানি দেউলিয়া ছিল।
করপোরেট বা ব্যবসায় দেউলিয়া হওয়ার মানে হলো যখন একটি কোম্পানি ব্যাংক থেকে নেওয়া ঋণ ফেরত দিতে ব্যর্থ হয় অথবা কোম্পানির মূল্যের চেয়ে ঋণ বেশি হয়ে যায়।
সূত্র: নিক্কেই এশিয়া
এমএসএম