নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই।
Advertisement
আজ (১৫ জানুয়ারি) বুধবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘সে আর নাই। ব্যাংককে সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।’
মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন শাহাদাৎ হোসাইন। অবস্থা অবনতির দিকে গেলে ব্যাংকক নেওয়া হয় তাকে। সে খবর ফেসবুকে জানিয়ে তনি লিখেছিলেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না।’
তনি আরও লিখেছিলেন, ‘সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি, আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা।’
Advertisement
সবার কাছে দোয়া চেয়ে তনি শেষে লিখেছিলেন, ‘সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।’ কিন্তু শেষ রক্ষা হলো না। চিরতরে চলে গেলেন এ নারী উদ্যোক্তার স্বামী।
আরও পড়ুন
কথাশিল্পী ইফতেখার মাহমুদের পাশে দাঁড়ানোর আহ্বান কবি হেলাল হাফিজের পুরস্কারের নেপথ্যেআলোচিত সফল নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনি। শাহাদাৎ হোসাইনকে বিয়ে করে সমালোচনায় পড়তে হয়েছিল তাকে। তারপরও কোনো বাধাই আটকাতে পারেনি তাদের। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বুলিংয়ের শিকারও হয়েছেন।
বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে একজন নারী হিসেবে নিজের সাহসী প্রচেষ্টায় সফল উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তনি। তার ডিজাইন করা বিভিন্ন ধরনের শাড়ি এখন দেশে-বিদেশে বিক্রি হচ্ছে। গৃহিণী হয়েও তিনি একজন সফল উদ্যোক্তা।
Advertisement
তবে এই যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন ফ্যাশন হাউজ ‘সানভিস বাই টনি’র স্বত্বাধিকারী। সারাদেশে তার ১২টি শোরুম আছে। সামাজিক মাধ্যমে বেশ আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্ব তনি। তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইনও একজন সফল ব্যবসায়ী ছিলেন।
তনির প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎ হোসাইনকে।
এমআই/এসইউ/এএসএম