প্রবাস

মালয়েশিয়ায় ৭ দিন বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট দেবে হাইকমিশন

মালয়েশিয়ায় সপ্তাহব্যাপী বিশেষ ব্যবস্থায় প্রবাসীদের পাসপোর্ট বিতরণ করবে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

Advertisement

সোমবার (১৩ জানুয়ারি) পাসপোর্ট বিতরণ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হাইকমিশন।

কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত বিজ্ঞতিতে বলা হয়েছে, কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কার্যালয় (নম্বর ৫বি/৫সি, লট নং-৯-১০, জালান সুলতান ইয়াহইয়া পেত্রা, ৫৪১০০ কুয়ালালামপুর) থেকে ১৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত (৭ দিন) বিশেষ ব্যবস্থায় হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে। এই ৭ দিন নিরবচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

আরও পড়ুন অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে না মালয়েশিয়া ৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

সেবাপ্রার্থী প্রবাসীদের অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করে ডেলিভারি স্লিপসহ নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি হাইকমিশন থেকে পাসপোর্ট গ্রহণের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Advertisement

ইএ/এএসএম