দেশজুড়ে

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রফিকুল ইসলাম খান

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ সৎ-যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে।

Advertisement

রোববার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদী শক্তি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে। জামায়াত-শিবির সব বাধা অতিক্রম করে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। যতই উঁকিঝুঁকি মারুক, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ আর কখনো দেশে ফিরতে পারবে না। আগামী দিনে এ জাতিকে সৎ-দক্ষ, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব উপহার দিতে আপনাদের সামনে এগিয়ে আসতে হবে।

নওগাঁ ইউনিয়ন জামায়াতের সভাপতি ফজলুর রহমান মাস্টারের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুল আলম, নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম ও তাড়াশ উপজেলার আমির খন্দকার সাকলাইন।

Advertisement

এ সময় রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির গোলাম মুর্তজা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, তাড়াশ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহাজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল ইসলাম, চাটমোহর উপজেলা জামায়াতের আব্দুল হামিদ, বিশিষ্ট সমাজসেবক আবু বক্কর সিদ্দিক ফিরোজ, তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওসার হাবীব, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা মোক্তার হোসাইন, নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ অধ্যক্ষ বেলাল হোসেন আনসারী ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইয়াহিয়া খানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/আরএইচ/জিকেএস