বিবিধ

বুয়েটে ক্যাপটিভ পাওয়ার জেনারেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল বিল্ডিংয়ে ‘বাংলাদেশের শিল্পখাতে ক্যাপটিভ পাওয়ার জেনারেশন - পর্যালোচনা এবং সুপারিশ’ শীর্ষক একটি সেমিনার আয়োজিত হয়েছে। সেমিনারটিতে বিশিষ্ট বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং শিল্পনেতারা অংশ নেন। তারা ক্যাপটিভ পাওয়ার সলিউশনের মাধ্যমে শিল্প খাতে জ্বালানি দক্ষতার উন্নতির বিষয়ে বিভিন্ন সুপারিশ ও ফলপ্রসূ আলোচনাও করেন।

Advertisement

রোববার ইনস্টিটিউট অফ এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইইএসডি) এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সভাপতিত্ব করেন আইইএসডি, বুয়েটের পরিচালক অধ্যাপক ড. মো. আলী আহমেদ শওকত চৌধুরী এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাননীয় চেয়ারম্যান জনাব জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী।

এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমান উদ্দিন বাংলাদেশে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের (সিপিপি) মাধ্যমে কর্মক্ষমতা বৃদ্ধি, অপারেশনাল অদক্ষতা, তাপ বর্জ্য পুনরুদ্ধারের সুযোগ এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

Advertisement

সেমিনারে ক্যাপটিভ পাওয়ার প্লান্টের দক্ষতার উন্নতি, অকার্যকর ও কম ক্ষমতার জেনারেটর প্রতিস্থাপন এবং তাপ পুনরুদ্ধার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির ফলে অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা সম্পর্কেও আলোচনা করা হয়।

প্যানেল আলোচনা সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান খান। সেমিনারে অংশগ্রহণকারীরা জ্বালানি নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং খরচ-কার্যকারিতা নিশ্চিত করার ক্ষেত্রে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট (সিপিপি) এর ভূমিকা তুলে ধরেন। এসিআই গ্রুপের চেয়ারম্যান জনাব এম আনিস উদ দৌলাসহ বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ, মোশারফ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোশারফ হোসেন, জনাব মো. মাসুদ রানা এবং জেএম ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আজিজুর আর. চৌধুরী ছাড়াও গার্মেন্টস শিল্প, ইস্পাত, খাদ্য ও পানীয়, ফার্মাসিউটিক্যালস, সিমেন্ট শিল্পের প্রতিনিধিগণ সেমিনারে তাদের চিন্তা ভাবনা এবং অভিজ্ঞতাগুলো সবার সামনে তুলে ধরেন। তারা বলেন, জাতীয় গ্রিডের তুলনায় বিদ্যুৎ পরিসঞ্চালনে উচ্চ ক্ষমতা-দক্ষতা সম্পন্ন ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট (৮০ শতাংশ পর্যন্ত) কার্যকারিতা ও সক্ষমতার সঙ্গে কাজ করে থাকে, যা বর্তমানে তাদের ব্যবসায়িক অগ্রগতিতে প্রধান ভূমিকা পালন করছে।

প্রফেসর ড. মো. আলী আহম্মদ শওকত চৌধুরী টেকসই শিল্প প্রবৃদ্ধির জন্য এই সুপারিশগুলো বাস্তবায়নে সহযোগিতার এবং সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

এএমএ/জেআইএম

Advertisement