জাতীয়

কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে হবে বিডিআর হত্যার বিচার

বিডিআর হত্যাকাণ্ডের বিচার বকশিবাজারের সরকারি আলিয়া মাদরাসা মাঠের অস্থায়ী আদালতে হবে না। এ সংক্রান্ত কার্যক্রম কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে পরিচালিত হবে।

Advertisement

আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠের অস্থায়ী আদালত ভবনে এ বিচার কাজ পরিচালনার আদেশ বাতিল করে রোববার (১২ জানুয়ারি) আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য বকশীবাজারে আলিয়া মাদরাসায় যে অস্থায়ী আদালত স্থাপন করা হয়েছিল তা সরিয়ে নিতে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে তারা বিচারকের গাড়ি আটকে দেন। এর আগে সেদিন ভোরে বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়। আগুনে আদালতের নথি ও আসবাবপত্র পুড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে সেখান থেকে বিচার কাজ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলো সরকার।

রোববার আইন মন্ত্রণালয় আদেশে জানায়, সরকার 'কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮' এর সেকশন-৯ এর সাব-সেকশন-২ এ দেওয়া ক্ষমতাবলে ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার বিচারকার্য পরিচালনার জন্য ২০১০ সালের ২৮ ডিসেম্বর আদেশে ঘোষিত ঢাকা মহানগরের বকশিবাজার এলাকার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবনের স্থলে ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করলো। একই সঙ্গে নির্দেশ প্রদান করলো যে, ওই মামলার বিচারকাজ ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।

Advertisement

আরও পড়ুন

আলিয়া মাদরাসার মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের অবস্থান সরকারি আলিয়া মাদরাসার সাবেক ছাত্রদের ৫ দাবি

 ২০১০ সালের ২৮ ডিসেম্বর জারি করা আদেশ বাতিল করা হলো বলেও আদেশে জানিয়েছে আইন ও বিচার বিভাগ।

ন্যায়বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার ফের শুরু করেছে।

আরএমএম/এমএইচআর

Advertisement