সিলেটের এমসি কলেজ মাঠে ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে অসংখ্য নারী-পুরুষের মোবাইল ফোন ও স্বর্ণ খোয়া গেছে। এসব ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানায় দুটি মামলা ও ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
Advertisement
এদিকে মোবাইল ও স্বর্ণ চুরির ঘটনায় এখন পর্যন্ত ১০ নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন ছয়জন পুরুষ ও চারজন নারী।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিনদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষদিনে মোবাইল ফোন ও স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনায় শাহপরান (র.) থানায় ২৫টি জিডি ও দুটি চুরির মামলা হয়েছে।
শনিবার রাতে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে তাফসির পেশ করেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তার তাফসির শুনতে মাহফিলে লাখ লাখ মানুষের সমাগম ঘটে।
Advertisement
এদিকে মাহফিলে বিশৃঙ্খলার কারণে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যদিয়ে বক্তব্য শেষ করে চলে যান আজহারী। এতে আশাহত হয়েছেন তাফসির শুনতে আসা লাখ লাখ মানুষ।
আহমেদ জামিল/আরএইচ/জেআইএম