অর্থনীতি

অর্থনীতির স্থিতিশীলতার ব্যাপারে আইএমএফের পরামর্শ বিশ্ব স্বীকৃত

সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার ব্যাপারে সবচেয়ে ভালো পরামর্শ দেয় আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। তাদের কাছ থেকে ঋণ পাওয়াটাই বড় কথা নয়, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করলে ঋণ পাওয়া যায়। তাদের কাছ থেকে ঋণ পেলে তাদের দেখে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক, এডিবিসহ বিভিন্ন দাতা সংস্থা অর্থসহায়তা প্রদানে এগিয়ে আসে।

Advertisement

শুধু তাই নয়, দেশের বাইরে থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট আনতে আইএমএফ বিরাট ভূমিকা পালন করে। বড় বিনিয়োগকারীরা যে কোনো দেশে বিনিয়োগের আগে আইএমএফের প্রতিবেদনে সেই দেশের অর্থনৈতিক অবস্থা কেমন তা জেনে নেয়।

রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে একজন গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার পূর্বশর্ত হিসেবে বিভিন্ন পণ্যের ওপর শুল্কারোপ করা হয়েছে কি না, সেই গণমাধ্যমকর্মীর এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Advertisement

এমইউ/এমএইচআর/জেআইএম