দেশজুড়ে

আনন্দ মোহন কলেজ ৩ দিন, অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কলেজের হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Advertisement

রোববার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ।

তিনি বলেন, সোমবার সকাল ৮টার মধ্যে ছেলেদের হল ছাড়তে হবে। তবে মেয়েরা হলে থাকতে পারবে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, কলেজে এখনো উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। যে কোনো মুহূর্তে সংঘর্ষের আশংকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

এর আগে বিকেল ৫টার দিকে হলের সিট নবায়ন ইস্যুতে গণ্ডগোলের সূত্রপাত। পরে ময়মনসিংহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমানসহ অন্যরা আসলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জেআইএম