দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পর গতকাল সারাদেশে তাপমাত্রা বেড়েছে। ফলে শীতের প্রকোপ কমেছে। আজ সারাদেশে গড় তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস।
Advertisement
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা বেড়ে হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ঢাকায় গতকাল তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ রোববার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সকাল থেকে সূর্যের দেখা মেলায় উত্তরের জনপদে স্বস্তি ফিরেছে। রাজধানীতেও সূর্য উঠার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শীতের অনুভূতি অনেকটা কমেছে।
আবহাওয়া অফিস বলছে, গতকাল থেকে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আজও আছে। আগামীকাল সোমবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে শীত কিছুটা বেশি থাকবে। অন্যদিকে আগামী বুধবার থেকে তাপমাত্রা আবারও হ্রাস পেতে পারে।
Advertisement
আরও পড়ুন
কাজে আসছে না আবহাওয়া পূর্বাভাসের বোর্ডআবহাওয়াবিদ বজলুর রশিদ জাগো নিউজকে বলেন, ১৪ তারিখ থেকে তাপমাত্রা হ্রাস পেলেও খুব বেশি শীত নামবে না। তবে ১৬ থেকে ১৭ তারিখ থেকে শীতের প্রকোপ বাড়তে পারে।
আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরবির্তিত থাকতে পারে।
আরএএস/এসআইটি/এমএস
Advertisement