দেশজুড়ে

জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে

জুলাই ঘোষণাপত্রে অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের বিনামূল্যে সুচিকিৎসার অঙ্গীকারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব স্পষ্টভাবে উল্লেখ রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন।

Advertisement

শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে ৭ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার করতে হবে। স্বৈরাচার হাসিনার দোসররা জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে এখনো দেশবিরোধী নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ বিপ্লব বেহাতের অপচেষ্টাকারীদের রুখে দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি সজাগ থাকবে জাতীয় নাগরিক কমিটি।

পরে ‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এ শ্লোগানকে সামনে রেখে মুক্তির মোড় হয়ে পর্যায়ক্রমে শহরের বাটার মোড়, তাজের মোড়, ব্রিজের মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

Advertisement

কর্মসূচিতে অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক তানজিম বিন বারি, আরমান হোসেন ও ফজলে রাব্বী বক্তব্য রাখেন।

এসময় জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর সাধারণ সম্পাদক এমরুল আখিয়ার পরাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক রাফি রেজোয়ান ও সাদনান সাকিবসহ জাতীয় নাগরিক কমিটির স্থানীয় প্রতিনিধি এবং শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরমান হোসেন রুমন/আরএইচ/এএসএম

Advertisement