আইপিএলের শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের সাথে ছিলেন হার্শা ভোগলে। নবম আসরের নিলাম অনুষ্ঠানও পরিচালনা করেছেন তিনি। তবে সব গণ্ডগোল বাঁধিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচটাই। ওই ম্যাচে বাংলাদেশের প্রসংশার পাশাপাশি ভারতীয় ব্যাটসম্যান ধোনি-রায়নাদের ভুল ত্রুটি নিয়ে ধারাভাষ্য কক্ষে কথা বলেছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। অনেকটা সে কারণেই এবার আইপিএলের ধারাভাষ্যে রাখা হয়নি ভারতের অভিজ্ঞ এই ধারাভাষ্যকারকে। এবার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালারুরের বিপক্ষে পুনের হারের পর আবার ধোনির সমালোচনা করলেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার। তিনি বলেন, “১৮০ রান তাড়া করতে নেমে ৩৮ বলে ৪১ করলে কখনও জেতা যায় না। ভাগ্য কোনও কোনও দিন সঙ্গ দিলেও সব সময় দেবে না।” সেই ম্যাচে ১৩ রানে হেরে যায় পুণে। ৩৮ বলে ৪১ রান করেন ধোনি। হার্শার টুইটের কোনও উত্তর অবশ্য দেননি মহেন্দ্র সিংহ ধোনি।এমআর/এবিএস
Advertisement