জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবিতে দুই সংগঠনের মিছিল

 

সারাদেশে অব্যাহত হত্যা, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে যৌথভাবে মশাল মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে পুনরায় টিএসসির ডাস চত্বরে সমাবেশে মিলিত হয়। এ সময় তারা ‘আমার বোন ধর্ষিত কেন—জবাব চাই দিতে হবে’, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ—করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, সরকারকে যখন বলা হয় ধর্ষণের কথা তখন তারা বলেন, ইংল্যান্ডে সারা দিনে যত ধর্ষণ হয় বাংলাদেশে তার চেয়ে কম হতো। এ একই কথা বিগত স্বৈরাচারী সরকার বলতো। গতকাল রাত ৩টার সময় সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্লজ্জভাবে সব দায় আওয়ামী লীগকে দিয়েছেন। আমরা বলতে চাই এভাবে দায় এড়ানো যায় না।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৬২ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। কিন্তু আজ সবচেয়ে বেশি জুলুমের শিকার নারী।

Advertisement

তিনি বলেন, আমরা বলতে চাই কোনো ঘটনা তুচ্ছ ঘটনা নয়। আপনারা যদি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হন অনতিবিলম্বে চেয়ার ছেড়ে দিন। যতগুলো মব ও ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলোর বিচার দেখতে চাই‌। আর এ ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে‌।

এমএইচএ/এমএএইচ/