প্লাস্টিক রিসাইক্লিং শিল্পকে সহযোগিতা ও পুনর্ব্যবহার কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন সুপারিশ করেছে টাস্ক ফোর্স।
Advertisement
সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অর্থনৈতিক কৌশল নির্ধারণী সভায় টাস্কফোর্সের সুপারিশ নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।
অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে পরিবেশ ও জলবায়ু বিষয়ে টাস্ককোর্সের সভায় যেসব পরামর্শ দেওয়া হয় তা হলো- ২০৩০ সালের মধ্যে ফিক্সড সিম নিয়ে যুক্ত ইটভাটাসমূহ পর্যায়ক্রমে বন্ধ, ২০৩০ সালের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ, নবায়নযোগ্য জ্বালানির জন্য ভ্যাট অব্যাহতি ও প্রণোদনা প্রদান, পরিবেশ সার চার্জ প্রয়োগ, জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধ, হাইব্রিড বৈদ্যুতিক এবং হাইড্রোজেন যানবাহনকে উৎসাহিত করা, পানি ব্যবহারের সচেতনতা বৃদ্ধি, দেশের পানি ব্যবস্থাপনা বহু উপাত্ত্বিক ও সামগ্রিক বেসিন পদ্ধতির আওতায় নিয়ে আসা, ২০৩০ সালের মধ্যে একক ব্যবহারে প্লাস্টিক বন্ধ, শব্দ নিয়ন্ত্রণ নীতি যথাযথ প্রয়োগ, জলবায়ু সহিষ্ণু কৃষি উন্নয়ন জোরদার, বন উজার ও ভূমিক্ষয় প্রতিরোধ এবং পরিবেশ দূষণকারীদের আর্থিক প্রণোদনা বন্ধ।
আরও পড়ুন অর্থনৈতিক স্থিতিশীলতায় টাস্কফোর্সের যত সুপারিশ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে প্লাস্টিক রিসাইক্লিংবৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডা. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, খাদ্য উপদেষ্টা আলি ইমাম মজুমদার, মুখ্যসচিবসহ সিনিয়র সচিব, বিডার চিফ এক্সিকিউটিভ অফিসার আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর উপস্থিত ছিলেন।
Advertisement
ইএ/জিকেএস