ইমামের সাথে নামাজের শুরু থেকে উপস্থিত থাকার পর ঘুমের কারণে কিছু অংশ ছুটে গেলে নিয়ম হলো, যে অংশ ছুটে গেছে, তা আগে আদায় করে নিয়ে তারপর ইমামের অনুসরণ করতে হবে। যেমন কেউ যদি নামাজে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে, ঘুম ভাঙার পর দেখে ইমাম সিজদায় রয়েছেন, তার করণীয় হলো যথা নিয়মে রুকু ও কাওমা আদায় করে সিজদায় ইমামের সাথে শরিক হওয়া।
Advertisement
স্মর্তব্য যে, ঘুম ঘুম ভাব নিয়ে নামাজ আদায় করা ঠিক নয়। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘুমের ভাব নিয়ে নামাজ পড়তে নিষেধ করে বলেন,
إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي الصَلاَةِ فَلْيَنَمْ، حَتَى يَعْلَمَ مَا يَقْرَأُ.
তোমাদের কারো যখন নামাজে ঘুম আসে তখন সে যেন (নামাজ ছেড়ে) এতটুকু ঘুমিয়ে নেয় যে সে বুঝতে পারে সে কী পড়ছে। (সহিহ বুখারি: ২১৩)
Advertisement
তাই চোখে ঘুম থাকলে কিছুক্ষণ ঘুমিয়ে তারপর নামাজ পড়া উচিত। কিন্তু নামাজের সময় শেষ হয়ে আসতে থাকলে অথবা ঘুমিয়ে পড়লে নামাজ কাজা হয়ে যাওয়ার আশংকা থাকলে যেভাবেই হোক ঘুম দূর করে নামাজ পড়ে নিতে হবে।
ওএফএফ/এমএস