জাতীয়

৬ ঘণ্টা পর ঢাকা-টঙ্গী রুটে ট্রেন চলাচল শুরু

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকা অবরোধের দীর্ঘ ৬ ঘণ্টা পর ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে শুরু হয়েছে ট্রেন চলাচল। আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে- এমন আশ্বাসে আমরণ অনশন ভেঙেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এরপরই তারা মহাখালী রেলক্রসিং থেকে সরে আসেন।

Advertisement

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, দুপুর ৩টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর রাত ৯টা ৫০ মিনিটে প্রথম ট্রেন হিসেবে রাজশাহীর উদ্দেশ্যে সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) ঢাকা স্টেশন ছেড়ে গেছে।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বিমানবন্দর স্টেশনে আটকে থাকা এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ৯টা ৫০ মিনিটে ঢাকা স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তেজগাঁও স্টেশনে আটকে থাকা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ৯টা ৫০ মিনিটের পরে বিমানবন্দর স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছে।

Advertisement

এর আগে সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটে মহাখালীতে রেললাইন অবরোধ করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এসময় রেল লাইনেই কমলাপুর থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আটকে যায়। পরে ট্রেনটি আবার উল্টো পথে ফেরত নেওয়া হয়৷ ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন স্টেশনে থাকা যাত্রীরা।

এনএস/এএমএ