খেলাধুলা

তামিমের অবস্থার উন্নতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে একের পর এক বিশাল ধাক্কা খায় বাংলাদেশ। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষেধাজ্ঞার কবলে পড়ে তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে হারানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তামিম ইকবালকেও হারায় টিম বাংলাদেশ। তবে টাইগারদের জন্য সুসংবাদ হচ্ছে, আগের তুলনায় সুস্থ হয়ে উঠছেন তামিম। তবে আরেকটু সুস্থ হতে পারলেই, ভারতের বিপক্ষে তিনি খেলতে পারবেন বলে আশাবাদী বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।অস্ট্রেলিয়া ম্যাচের আগে হঠাৎ পেটের পিড়া ও প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন তামিম। গত রাতের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে দলের একটি সূত্র। ডাক্তারের পরামর্শে চলছে নিয়মিত ওষুধ ও পরিচর্যা। টিম হোটেলে নিজের কক্ষে বিশ্রামেই সময় কাটছে তামিমের।তামিম দলে না থাকায় আগের দিন সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে নামেন মোহাম্মদ মিঠুন। তবে তেমন সুবিধা করে উঠতে পারেনি। দলও হেরে প্রায় ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে। তবুও শেষ আশা বাঁচিয়ে রাখতে আগামীকালের ম্যাচে তামিমকে অবশ্যই দলে চাইছে টিম ম্যানেজমেন্ট।উল্লেখ্য, বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত খেলে আসছিলেন তামিম ইকবাল। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রহকারী বাংলাদেশের এ ড্যাশিং ওপেনার। ৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরিসহ করেছেন ২৫৭ রান।আরটি/আইএইচএস/এবিএস

Advertisement