লাইফস্টাইল

কমবয়সীদের মধ্যে বাড়ছে স্ট্রোকের প্রবণতা, কাদের ঝুঁকি বেশি?

মৃত্যুর বিভিন্ন কারণগুলোর মধ্যে স্ট্রোক অন্যতম। পরিসংখ্যান বলছে, বিশ্বে মৃত্যু ও পক্ষাঘাত হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে তৃতীয় স্থানে আছে স্ট্রোক।

Advertisement

অনেকেই ধারণা করেন, স্ট্রোক বয়স্কদের রোগ। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কমবয়সীদের মধ্যেও বেড়েছে স্ট্রোকের সংখ্যা। তরুণদের মধ্যে স্ট্রোকের অনুপাত ১৫-৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

স্ট্রোকের ঝুঁকি বেশি কাদের?

১. উচ্চ রক্তচাপ (১২০/৮০ এর বেশি)২. যারা ধূমপান করেন৩. ডায়াবেটিস রোগীদের৪. অনিদ্রায় ভোগেন যারা ৫. স্থূলতায় ভুগছেন যারা৬. সারাদিন বসে কাজ করা৭. ভাজাপোড়া খাবার খাওয়া৮. পরিবারে স্ট্রোকের ইতিহাস থাকলে৯. যক্ষ্মা ও সিফিলিসের রোগীদের মধ্যে ১০. গর্ভাবস্থায় বা প্রসবোত্তর সময়কালে ১১. ভিটামিন বি ১২ এর ঘাটতি থাকলে১২. এমনকি শিশুদেরও স্ট্রোক হতে পারে (পেডিয়াট্রিক স্ট্রোক)।

Advertisement

সূত্র: এবিপি

জেএমএস/জিকেএস