একটা সময় মাঠে নামলেই সেঞ্চুরি হাঁকাতেন বিরাট কোহলি। সেঞ্চুরি করাই যেন তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। সেই কোহলি অনেক ধরেই শতকের দেখা পাচ্ছিলেন না। গতকাল রোববারের আগে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের ১৫ নভেম্বর।
Advertisement
অবশেষে কোহলির আক্ষেপ ঘুচেছে। ১৪ মাস পর ফের সেঞ্চুরি পেয়েছেন কোহলি। রোববার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে (৬ উইকেটে) মাঠ ছেড়েছেন ভারতীয় ডানহাতি ব্যাটার।
পাকিস্তানের বিপক্ষে এক সেঞ্চুরি হাঁকিয়ে বেশ কয়েকটি রেকর্ড করেছেন কোহলি। দেখা যাক, কী কী রেকর্ড ভাঙলেন তারকা ব্যাটার-
১৪০০০ ওয়ানডেতে বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ১৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। ২৮৭ ইনিংস খেলে বিশ্বের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। এর আগে ৩৫০ ইনিংস খেলে ১৪০০০ রান করেছিলেন ভারতীয় দলে তার সতীর্থ শচিন টেন্ডুলকার।
Advertisement
১৫৮ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ১৫৮টি ক্যাচ (উইকেটরক্ষক নন, এমন ক্রিকেটারদের মধ্যে) নেওয়ার রেকর্ড করেছেন কোহলি। জাতীয় দলে তার পূর্বসূরি মোহাম্মদ আজহার উদ্দিনের ১৫৬ ক্যাচের রেকর্ডকে পেছনে ফেলেছেন তিনি।
এমএইচ/এএসএম