দেশজুড়ে

ছাত্রদলের ৬ সদস্যের কমিটি ঘোষণার পর ৪ জনের পদত্যাগ

ঝালকাঠির নলছিটি উপজেলার জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত ছয় সদস্যের কমিটির সাধারণ সম্পাদকসহ চারজন পদত্যাগ করেছেন। অছাত্র ও আওয়ামী লীগ নেতার ছেলেকে কমিটিতে রাখার অভিযোগ তুলে তারা পদত্যাগ করেন।

Advertisement

শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুল্লাহ আল জায়েদকে সভাপতি ও মো. রবিউল ইসলাম রিমন মোল্লাকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

জানা যায়, কমিটি ঘোষণার পর সাধারণ সম্পাদকসহ চারজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমিটি প্রত্যাখ্যান করেন ও পদত্যাগের ঘোষণা দেন। পরদিন রোববার বেলা ১১টায় কলেজের সামনে সম্পাদক রিমন মোল্লার নেতৃত্বে পদত্যাগ করা চারজনসহ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এসময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমন মোল্লা অভিযোগ করে বলেন, ‘অছাত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলেকে দিয়ে এই কমিটি করা হয়েছে। আমরা এমন কমিটি মানি না। তাই চারজন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।’

Advertisement

বিক্ষোভ কর্মসূচির সময় পদত্যাগকারীরা গণমাধ্যমের সামনে তাদের পদত্যাগপত্র উপস্থাপন করেন ও ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি গঠনের দাবি জানান। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নতুন কমিটি না দিলে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন।

দলের অভ্যন্তরীণ এই সংকটের কারণে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বলেন, ‘আমি ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। আন্দোলন-সংগ্রামে সবসময় সক্রিয় ছিলাম। আমি ৫নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। গতকাল কমিটি ঘোষণার পর আমি এবং আমার পরিবারকে সরাসরি হাত-পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।’

এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল জায়েদ বলেন, ‘আমি বিগত কমিটির সদস্য ছিলাম। আন্দোলনে হামলার শিকার হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, আওয়ামী লীগের হাতে লাঞ্ছিত হয়েছি। তবুও ছাত্রদল ছাড়িনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। সুন্দর একটি কমিটি গঠন করা হয়েছে। দলীয় ভাবমূর্তি রক্ষায় সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।’

Advertisement

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুজন খান বলেন, ‘জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা সুন্দর একটি কমিটি ঘোষণা করেছেন। প্রকৃত ত্যাগী ও দলপ্রেমীরা কমিটিতে স্থান পেয়েছেন। আমরা শুনেছি, কিছু নেতাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে, যা সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খানের মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

মো. আতিকুর রহমান/এফএ/এএসএম