ফিচার

আসাদুজ্জামান নূরের জন্ম ও ইন্দিরা গান্ধীর প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

৩১ অক্টোবর ২০২২, সোমবার। ১৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ

আসাদুজ্জামান নূর।১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলায় জন্ম। ১৯৭২ সালে বহুল প্রচারিত সাপ্তাহিক চিত্রালীতে কাজ করার মধ্যদিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। অভিনয় জীবনের শুরু থিয়েটার থেকে। ১৯৭২ সাল থেকে তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে জড়িত হন। এই নাট্যদলের ১৫টি নাটকে তিনি ৬০০ বারের বেশি অভিনয় করেছেন। ১১০টিরও বেশি টেলিভিশন চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে এইসব দিনরাত্রি, অয়োময়, কোথাও কেউ নেই, আজ রবিবার ও সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড। রেডিওতে প্রচারিত তার নাটকের সংখ্যা ৫০ এরও অধিক। টেলিভিশনের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল শঙ্খনীল কারাগার ও আগুনের পরশমণি। সংস্কৃতিতে অবদান রাখার জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ২০০১ সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইন্দিরা গান্ধীএকজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধীই হলেন একমাত্র নারী যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৯১৭ সালের ১৯ নভেম্বর এলাহাবাদে এক কাশ্মীরী পণ্ডিত পরিবারে তার জন্ম। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজের দেহরক্ষীর হাতেই নিহত হন।

Advertisement

ঘটনা১৯১৪- কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণ করে তুরস্ক।১৯৩৬- কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।১৯৬৬- বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।১৯৮৪- নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।১৯৮৮- চার বোনকে একত্রে বিয়ে করে ভুটানের রাজা ওয়াংচুকের চাঞ্চল্য সৃষ্টি করেন।

জন্ম১৭৯৫- ইংরেজি সাহিত্যের একজন রোমান্টিক কবি জন কিটস।১৯৩১- বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকা জপমালা ঘোষ।১৯৪৬- আইরিশ অভিনেতা স্টিফেন রেয়া।১৯৭৬- স্প্যানিশ ফুটবলার গুতি।

মৃত্যু১৯৬০- মার্কিন ঔপন্যাসিক ও কবি এইচ এল ডেভিস।১৯৭৫- বাঙালি সংগীত পরিচালক, সুরকার, লোকজ সংগীত শিল্পী শচীন দেব বর্মন।১৯৮৬- নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ রবার্ট সেন্ডারসন মুল্লিকেন।১৯৮৭- বাঙালি গণিতবিদ ও পরিসংখ্যানবিদ রাজচন্দ্র বসু।২০০২- বাঙালি কল্পবিজ্ঞান লেখক সিদ্ধার্থ ঘোষ।

দিবসহ্যালোউইন উৎসব

Advertisement

কেএসকে/জিকেএস