বলিউডের চিরসবুজ জুটি বলা হয় শাহরুখ খান ও কাজলকে। বিশেষ করে ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জয়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’ ছবিগুলো হিন্দি সিনেমার ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে তাতে সন্দেহ নেই। অনস্ক্রিনে তাদের কেমিস্ট্রি দর্শককে সবসময় মুগ্ধ করেছ। অনেকে তাদের অফস্ক্রিনেও সফল জুটি হিসেবে দেখতে না পারার জন্য আফসোস করেন।
Advertisement
কারণ দুজনেই আলাদা সংসার পেতে সুখী জীবন কাটাচ্ছেন। তবে প্রায়ই বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন শাহরুখ ও কাজল। মজার ছলেই সেসব প্রশ্ন গ্রহণ করেন, উত্তর দেন তারা। এবার কাজলকে ইনস্টাগ্রামে এক ভক্ত এমন প্রশ্ন করলেন। কাজলও মজা করে তার জবাব দিয়েছেন। সেই জবাব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
ইনস্টাগ্রামে কাজল নিয়মিতই মজাদার এবং হাস্যকর উত্তর নিয়ে ‘আস্ক মি এনিথিং’ সেশন পরিচালনা করেন। সেখানে বলিউড অভিনেত্রীকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, যদি তিনি তার স্বামী হিসেবে অজয় দেবগণকে না পেতেন তাহলে কি শাহরুখ খানকে বিয়ে করতেন? কাজল মজা করে উত্তরে পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন, ‘সেই ব্যক্তির কি প্রস্তাব দেয়া উচিত না’?
তিনি মজার ভঙ্গিতে বলতে চেয়েছেন, সাধারণত পুরুষরাই মেয়েদের কাছে বিয়ের প্রস্তাব দেয়। এক্ষেত্রে নারীকে দায়ী করা ঠিক নয়। শাহরুখ যে কাজলকে বিয়ের প্রস্তাব দেননি সেটাও মজার ছলে বুঝিয়ে দিলেন তিনি। তার এই উত্তর সবার নজর কেড়েছে এবং সেটি ভাইরাল হয়েছে।
Advertisement
কাজল সবসময় শাহরুখ খানকে ‘ফ্রেন্ডস ফর লাইফ’ হিসেবে বর্ণনা করেন। যখন তার কাছে প্রশ্ন করা হয়, অজয় দেবগণ বা শাহরুখ খান, কে তার পছন্দের সহ-অভিনেতা? কাজল হেসে উত্তর দেন, ‘সিচুয়েশনের ওপর নির্ভর করে।’
কাজল আরও কিছু মিষ্টি দিক শেয়ার করেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি প্রকাশ করেছেন, অজয় দেবগণ তার প্রথম ক্রাশ ছিলেন। তিনি বলেন, ‘আমার প্রথম ক্রাশকেই আমি বিয়ে করেছি!’
এলআইএ/এএসএম
Advertisement