বসন্তের আগমনে বিদায় নিয়েছে শীত। তাইতো এখন সবাই ব্যস্ত হয়েছেন শীতে ব্যবহৃত কম্বল-কম্ফোর্টার পরিষ্কার করে তুলে রাখার জন্য। বাড়তি ঝামেলা এড়াতে অনেকেই ছুটছেন লন্ড্রিতে। ফলে গুনতে হচ্ছে বেশ কিছু টাকা। তবে আপনি চাইলে খুব সহজেই বাঁচাতে পারেন লন্ড্রির বাড়তি খরচ।
Advertisement
সহজ কিছু বিষয় জানলে ঘরে বসে খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারেন আপনার ব্যবহৃত কম্বল-কম্ফোর্টার। চলুন জেনে নেওয়া যাক ঘরেই কম্বল-কম্ফোর্টার পরিষ্কার করার সহজ উপায়।
ওয়াশিং মেশিনে পরিষ্কার করার নিয়ম-কম্ফোর্টার: ওয়াশিং মেশিনে কম্ফোর্টার পরিষ্কার করার সময় অবশ্যই ঠান্ডা বা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। এর সঙ্গে অন্য কাপড় না দেওয়াই ভালো। এর কোমলতা বজায় রাখার জন্য এয়ার ড্রাই করে শুকানো উচিত।
কম্বল: কম্বল ধোয়ার ক্ষেত্রে কোনোভাবেই গরম পানি ব্যবহার করা যাবে না। ঠান্ডা পানিতে ধুয়ে বাতাসে শুকালে দীর্ঘদিন কম্বলের কোমলতা বজায় থাকে।
Advertisement
তবে উল ও কাশ্মীরি কম্বল পরিষ্কারের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হয়। এসব কম্বল ধোয়ার নির্দেশিকা দেখে নেওয়া জরুরি। সাধারণত এসবে ড্রাই ক্লিন করার কথাই উল্লেখ থাকে। তবে কম সময়ের জন্য ঠান্ডা পানি ও অল্প ক্ষারধর্মী ডিটারজেন্ট বা শ্যাম্পু ব্যবহার করে ওয়াশিং মেশিনে পরিষ্কার করা যায়।
আরও পড়ুন:
রোজার আগেই গুছিয়ে নেবেন বাসার যেসব জিনিস ব্যক্তিগত উন্নয়ন: নতুন কিছু কেন শিখবেনবাড়ির বিভিন্ন ডেকোরেশন বা শৌখিন কাজে ব্যবহার করা কম্বল ধোয়ার বেলায় বিশেষ সাবধানতা আবশ্যক। এসব কম্বল ওয়াশিং মেশিনে ধুতে চাইলে সুতি লন্ড্রি ব্যাগ ব্যবহার করা উচিত। এতে কম্বলের সুতার বুনন খুলে যায় না বা ফাঁকা হয়ে যায় না। কুরুশে বোনা কম্বল কখনোই দড়িতে ঝুলিয়ে শুকানো উচিত নয়, এয়ার ড্রাই করে শুকানো ভালো।
এছাড়াও কম্বল কোন পদ্ধতিতে পরিষ্কার করলে ভালো হবে সে সম্পর্কে কম্বলের সঙ্গে থাকা ‘কেয়ার লেভেল’ পড়তে হবে। সেখানে কম্বলের গঠন অনুযায়ী পরিষ্কার করার পদ্ধতি উল্লেখ থাকে। কীভাবে, কতক্ষণ ও কোন উপকরণ দিয়ে কম্বল পরিষ্কার করা উচিত সবই উল্লেখ থাকে কেয়ার লেভেলে।
Advertisement
দাগ দূরীকরণের রাসায়নিকের ফলে অনেক সময় কম্বলের রং উঠে যায়। যে কারণে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। কম্বলের কোনো দাগ দূর করতে রিমুভার বা ক্লিনার সরাসরি দাগে প্রয়োগ করতে হবে। কিছুক্ষণ ভিজিয়ে রেখে নির্দেশিকা অনুযায়ী ব্রাশ দিয়ে ঘষে বা আলতো করে হাতে ঘষে ধুয়ে ফেলুন।
কম্বল শুকানোর ক্ষেত্রে সতর্কতা-ড্রায়ারে কম্বল শুকালে অবশ্যই লো থেকে মিডিয়াম তাপমাত্রায় শুকাতে হবে। তবে উল, সিন্থেটিক, কুরুশে বোনা কম্বল বাতাসে শুকানো উচিত। কিছু কম্বল ড্রায়ারে শুকানোর পরও ভেজা ভাব থেকে যায়। সে ক্ষেত্রে রোদ ও বাতাসে কিছুক্ষণ শুকানো দরকার।
জেএস/এমএস