দেশজুড়ে

সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ

ফেনীর ছাগলনাইয়ায় সড়কের পাশ থেকে বেলাল হোসেন মোছাদ্দির (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বেলাল ছাগলনাইয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড দক্ষিণ সতর গ্রামের মিন্টু মোছাদ্দিরের ছেলে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

নিহতের পিতা মিন্টু মোছাদ্দির জানান, বেলাল ছাগলনাইয়া বাজারে মুদি দোকানের চাকরি করতেন। তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় বাড়িতে আসেন। এর এক ঘণ্টা পর বাড়ির পাশে দোকানে যান। পরে আর বাড়ি ফেরেননি। বুধবার ফজরের নামাজের পর সড়কের পাশে বেলালের মরদেহ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেন।

তিনি আরও বলেন, ছেলের মা অনেক আগেই মারা গেছেন। তাদের পারিবারিক কোনো শত্রু নেই। ছেলের মৃত্যু কীভাবে হয়েছে তা খুঁজে বের করে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ঘটনাস্থল পরিদর্শন করে যুবকের মরদেহ থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Advertisement

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম