লাইফস্টাইল

বাবা হওয়ার পর যেভাবে বদলে গিয়েছেন শহিদ কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুরে মুগ্ধ অনেকেই। লাখ লাখ মানুষ তার অভিনয়ের ভক্ত। এই অভিনেতা একজন সফল জীবনসঙ্গী হওয়ার পাশাপাশি ভালো বাবাও বটে।

Advertisement

স্বামী শহিদ কাপুর সম্পর্কে স্ত্রী মীরা রাজপুত এক সাক্ষাৎকারে বলেন, ‘জীবনের সব পদক্ষেপেই সঙ্গীর সমর্থন সত্যিই গুরুত্বপূর্ণ।’

‘শহিদ যেহেতু আমাকে সব সময় সমর্থন করেন, এজন্য হয়তো আমি আরও শান্ত ও সুখী জীবনযাপন করতে পারছি। গর্ভাবস্থাকে কখনো এড়িয়ে যাওয়া উচিত নয়।’

‘স্বামী-স্ত্রী দুজনেই উচিত তাদের আগত সন্তানকে ঘিরেই নিজেদের ভালোলাগার জগত গড়ে তোলা। আমি ও শহিদ দুজনেই সন্তানদেরকে নিয়ে সুখে আছি।’

Advertisement

শহিদ কাপুর ও মীরা রাজপুত ২০১৫ সালে গাঁটছড়া বাঁধেন। ২০১৬ সালে এই দম্পতি তাদের প্রথম কন্যাসন্তান মিশাকে স্বাগত জানান ও ২০১৮ সালে তাদের দ্বিতীয় সন্তান পুত্র জেইন জন্ম নেয়।

বাবা হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে শহিদ একবার এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘পিতৃত্ব একটি জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা। সন্তান জন্মের পর সবকিছু বদলে যায়। সন্তানদের উপস্থিতি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোনো বাবাই হয়তো সন্তান হওয়ার পর তার নিজের কথা ভাবতে পারেন না। আমার সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন ঘটেছে।’

প্রথমবার ও দ্বিতীয়বার বাবা হওয়ার অভিজ্ঞতার মধ্যে কোথাও কি পার্থক্য ছিল? এমন প্রশ্নের উত্তরে মিড ডে’র এক সাক্ষাৎকারে শহিদ কাপুর বলেন, ‘প্রথমবারের চেয়ে দ্বিতীবারের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। আমি মনে করি দুই সন্তানের বাবা হওয়ার পর এখন আমি অনেক শান্ত ও স্বাচ্ছন্দ্যবোধ করছি।’

Advertisement

ফিল্মফেরারের সঙ্গে কথোপকথনে একবার শহিদ বলেন, ‘অভিভাকত্ব একইভাবে যেমন ‘সুন্দর’ অন্যদিকে ‘হতাশাজনক’ও বটে! বাবা হওয়ার আগ পর্যন্ত আমি বেশ স্ব-অভিমুখী ছিলাম। যদিও আমার ধারণা, আমি সব সময়ই নিঃস্বার্থ ছিলাম। তবে আমি যখন বাবা হই, তখন উপলব্ধি করতে পারি যে এতোদিন স্বার্থপর ছিলাম।’

শহিদ আরও বলেন, ‘এখন আমি আর নিজেকে সব কিছুর উপরে রাখি না আবার নিজেকে নিয়েও বেশি ভাবি না। এখন সন্তানকের কথা আমার আগে ভাবতে হয়। যা কিছুই করি না কেন কিংবা ব্যস্ততা থাকুক না কেন পরিবার সবার আগে বিষয়টি বুঝেছি বাবা হওয়ার পর।’

তবে অভিভাকত্ব কেন হতাশাজনক? এ বিষয়ে শহিদ বলেন, ‘কখনো কখনো অভিভাকত্ব হতাশাজনক এই কারণে যে, বেশিরভাগ মানুষই পরিবার ও সন্তানদের কথা ভাবতে গিয়ে নিজের জন্য সময় রাখতে ভুলে যান। এটিই মূলত হতাশাজনক। মাঝে মাঝে নিজের মতো করেও চলতে হবে। আমিও এই বিষয় নিয়ে মাঝে মধ্যেই নিজের সঙ্গে লড়েই করি।’

বাবা হিসেবে শহিদ কাপুর কেমন? এ প্রশ্নের জবাবে মীরা রাজপুত একবার গণমাধ্যমে বলেন, ‘শহিদ একজন অত্যন্ত ধৈর্য্যশীল বাবা। সন্তানদেরকে সে ভীষণ ভালোবাসেন এবং যথেষ্ট সময় দেওয়ারও চেষ্টা করেন। অবসর সময়গুলো সন্তানদের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন তিনি।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জিকেএস