বন্যা পরিস্থিতির কারণে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের বৃহস্পতিবারের সারাদেশের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
Advertisement
বুধবার (৯ জুলাই) রাত সোয়া ১০টায় মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানান, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে কোনো এক জেলায় প্রাকৃতিক দুর্যোগে কারণে পরীক্ষা স্থগিত করতে হলে সারাদেশে তা স্থগিত করার প্রয়োজন পড়ে।
কুমিল্লা অঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কারণে সারাদেশে বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।
Advertisement
মাদরাসা শিক্ষাবোর্ড সূত্র জানায়, চলতি বছর সারাদেশের ৪৫৯টি কেন্দ্রে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ৮৪ হাজার ৩১৭ জন শিক্ষার্থী।
এএএইচ/ইএ