বন্যা পরিস্থিতির কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) বৃহস্পতিবারের (১০ জুলাই) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
Advertisement
বুধবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বোর্ড কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সারাদেশের ৭৩৩টি কেন্দ্রে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বন্যা পরিস্থিতির কারণে সারাদেশে কারিগরি বোর্ডের অধীনে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এ বিষয়ে পরীক্ষা স্থগিত করা হলো।
বোর্ডের দেওয়া তথ্যমতে, এ বছর সারাদেশের ৭৩৩টি কেন্দ্রে ৯৮ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন।
Advertisement
এএএইচ/ইএ