প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগে যেভাবে নির্বাচন হয়েছিল, সেটা হচ্ছে লোক দেখানো। সেজন্য নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে একটা প্রকৃত নির্বাচন আয়োজনের ট্রেনিং দিতে হবে। কার কি ভূমিকা সেটা পরিষ্কার থাকতে হবে। দরকার হলে রিহার্সাল (মহড়া) নির্বাচন করতে হবে, যাতে অনুশীলন হয়।
Advertisement
বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এ কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বৈঠকে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকে শুরু করতে হবে।
আরও পড়ুন
Advertisement
বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, বিজিবি ও আনসারের মহাপরিচালকসহ অন্যান্য বাহিনী প্রধান উপস্থিত ছিলেন।
এমইউ/এমএএইচ/জিকেএস