আন্তর্জাতিক

হন্ডুরাসে মার্কিন দূতাবাসে আগুন হামলা

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে আগুন দিয়েছে মুখোশ পরিহিত বিক্ষোভকারীরা। দেশটির সরকারি বেশ কিছু খাত সংস্কারের বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ সময় মুখোশ পরিহিত কিছু বিক্ষোভকারী মার্কিন দূতাবাস ভবনের প্রবেশ দরজায় আগুন ধরিয়ে দেয়।

Advertisement

হন্ডুরাসের স্বাস্থ্য ও শিক্ষা খাত বেসরকারিকরণে সরকারের নেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির হাজার হাজার চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থী রাস্তায় বিক্ষোভ করছেন। তারা সরকারের এই পরিকল্পনা বাতিলের দাবি জানিয়ে আসছে।

সৌদির ইংরেজি দৈনিক আল-আরাবিয়া বলছে, শুক্রবার মার্কিন দূতাবাস ভবনের প্রধান দরজায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। তবে কূটনৈতিক মিশনের দরজা পুড়ে গেলেও মূল ভবনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন : মক্কায় ইসলামি সম্মেলনে যাননি এরদোয়ান

Advertisement

মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে হন্ডুরানদের সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। দেশটির পুলিশের মুখপাত্র জাইর মেজা স্থানীয় গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন অগ্নিসংযোগকারী হিসেবে ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পরে সন্দেহভাজন ওই তরুণের আত্মীয়স্বজনরা বিক্ষোভকারীদের সঙ্গে নিয়ে দেশটির পুলিশের প্রধান কার্যালয়ে যান। সেখানে গিয়ে তারা ওই তরুণের মুক্তির দাবিতে স্লোগান দেন।

এদিকে, বিক্ষোভকারীরা বলছে, সরকারের অনুপ্রবেশকারীরা বিক্ষোভকারীদের মাঝে ঢুকে দূতাবাসে আগুন দিয়েছে।

এসআইএস/এমকেএইচ

Advertisement