আইন-আদালত

বার কাউন্সিল নির্বাচনে এগিয়ে আওয়ামী লীগ

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে সরকারি দল মনোনীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল এগিয়ে রয়েছে। অঞ্চল ভেদে সাতটি অঞ্চলের পাঁচটিতে আওয়ামী লীগ এবং দু`টিতে বিএনপির সমর্থিতরা এগিয়ে।বার কাউন্সিলের সাধারণ আসনে ১৪টি পদের প্রায় আটটিতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সাদা প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তবে ভোটের দিক থেকে সর্বোচ্চ ভোট পেয়ে এককভাবে এগিয়ে রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ভোটের দিক থেকে পরের স্থানে রছেন সম্মিলিত প্যানেলের আব্দুল বাসেত মজুমদার। তৃতীয় স্থানে রয়েছেন বিএনপি প্যানেলের খন্দকার মাহবুব হোসেন।রাত আড়াইটার দিকে সরজমিনে বেসরকারিভাবে এসব ভোটের এসব তথ্য জানা গেছে। সাধারণ আসনে ১৪ জনের মধ্যে যারা এগিয়ে আছেন তাদের সর্বশেষ ভোটের হিসাব নিচে দেয়া হলো।আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল থেকে সাধারণ আসনে ব্যারিস্টার এম. আমীর উল ইসলাম ১০৫৫৬ ভোট, আব্দুল বাসেত মজুমদার ১১৪৫৯ ভোট, আব্দুল মতিন খসরু ১০৪০৮ ভোট, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ৯১৯৫ ভোট,  জেড আই খান পান্না ৯৯১০ ভোট, শ ম রেজাউল করিম ৯৮৬১ ভোট পেয়েছেন।অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবীদের ঐক্য নীল প্যানেলে সাধারণ আসনে খন্দকার মাহবুব হোসেন ১০৯৬৮ ভোট পেয়েছেন। এ জে মোহাম্মদ আলী ১০০৯৮ ভোট, এ এম মাহবুব উদ্দিন ১১৭১৩ ভোট, মো. সানাউল্লাহ মিয়া ৯৯৮৪ ভোট, মো. বদরুদ্দোজা বাদল ৯১৯২ ভোট ও মো. বোরহানউদ্দিন ৮৪১২ ভোট পেয়েছেন।তার আগে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশের ৭৮টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচনে সারাদেশে মোট ৪৩ হাজার ৩০২ জন ভোটার ছিলেন। তিন বছর মেয়াদি এ কমিটির ১৪টি পদের বিপরীতে চারটি প্যানেল থেকে আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সরকারি দল আওয়ামী লীগের সাদা ও বিএনপি নেতৃত্বাধীন নীল প্যানেল মূলত লড়াই হয়েছে।নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাদা প্যানেল ও বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যানারে নীল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে আইনজীবী ঐক্য ফ্রন্ট ও আইনজীবী ঐক্য পরিষদ নামে আরও দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে পর্যবেক্ষকদের মত ছিল যে, লড়াই হবে মূলত সাদা ও নীল প্যানেলে। হয়েছেও তাই।১৫ সদস্যের কমিটিতে সাধারণ ও আঞ্চলিক আসনে সাতটি করে নির্বাচিত পদ। নির্বাচিত এই সদস্যদের ভোটেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। আর অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান।এর আগে ২০১২ সালের ২৪ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিতরা নয়টি এবং আওয়ামী লীগ সমর্থিতরা পাঁচটি পদে নির্বাচিত হন।এফএইচ/বিএ

Advertisement