অাওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অাজ (রোববার) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মহান বিজয় দিবস উপলক্ষে সকাল পৌনে ৮টায় তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
Advertisement
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে অাওয়ামী লীগ সভাপতি হিসেবে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
এরপর সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। অাওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী এবং ভাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
Advertisement
পরে ঢাকা মহানগর অাওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, অাওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন এবং সর্বস্তরের জনতা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এফএইচএস/বিএ/জেআইএম