আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিতে পারে কোম্পানিগুলো১৮৮১ সালে যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্মকর্তারা সন্দেহজনক একটি চিনির চালান আটক করেন। তারা মনে করেছিলেন, এর রং ইচ্ছা করে পরিবর্তন করা হয়েছে। তখনকার শুল্ক আইনে গাঢ় রঙের চিনি নিম্নমানের হিসেবে গণ্য হতো এবং এর ওপর কম শুল্ক ধার্য করা হতো। রাসায়নিক পরীক্ষায় কর্মকর্তাদের সন্দেহ সত্য প্রমাণিত হয়। তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেন, আমদানিকারক যদি পণ্য পরিবর্তন করে কম শুল্ক দেওয়ার উপায় বের করতে পারেন, তাহলে সেটি বেআইনি নয়।

ইউক্রেনে শান্তি আলোচনায় ইউরোপকে প্রয়োজন হবে: পুতিনইউক্রেনে শান্তি আলোচনার ক্ষেত্রে ইউরোপকে প্রয়োজন হবে। তবে তার আগে মস্কো ওয়াশিংটনের সঙ্গে বিশ্বাস স্থাপন করতে চায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন। তাছাড়া যুদ্ধ বন্ধের চুক্তি এখনো অনেক দূরে বলেও উল্লেখ করেছেন তিনি।

ইউক্রেনে দখল করা ভূমির খনিজ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়ারুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে প্রস্তুত, যার মধ্যে রাশিয়া-অধিকৃত ইউক্রেনের খনিজও অন্তর্ভুক্ত থাকতে পারে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পে সম্পদ বিনিয়োগে আগ্রহী, বিশেষ করে রাশিয়ার ‘নতুন অঞ্চলগুলোতে’ খনিজ আহরণের বিষয়ে।

Advertisement

আমেরিকার আকাশসীমা ব্যবস্থায় স্টারলিংক ব্যবহারের উদ্যোগ মাস্কেরযুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) জাতীয় আকাশসীমা ব্যবস্থার তথ্যপ্রযুক্তি নেটওয়ার্ক উন্নয়নে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। এ বিষয়ে অবগত ব্যক্তিদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর কথা জানালেন স্টারমারপ্রতিরক্ষা ব্যয় জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশে উন্নীত করতে যাচ্ছে যুক্তরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগের দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমন তথ্য জানিয়েছে।

পদত্যাগ করলেন ইউনিলিভার সিইওহঠাৎ পদত্যাগ করেছেন যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক সংস্থা ইউনিলিভারের প্রধান নির্বাহী (সিইও) হাইন শুমাচার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুমাচারের স্থলাভিষিক্ত হচ্ছেন ইউনিলিভারের চিফ ফিনান্সিয়াল অফিসার ফার্নান্দো ফার্নান্দেজ।

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যাপলযুক্তরাষ্ট্রে আগামী চার বছরে ৫০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এই সময়ে কোম্পানিটি টেক্সাসে অত্যাধুনিক একটি কারখানা তৈরি করবে। মার্কিন প্রযুক্তি কোম্পানিটি জানিয়েছে, এই বিনিয়োগের ফলে অন্তত ২০ হাজার কর্মসংস্থান তৈরি হবে। গবেষণা, উন্নয়ন, সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপরই মূলত জোর দেওয়া হবে।

Advertisement

ইউক্রেনের পুনর্গঠনে দরকার ৫২৪ বিলিয়ন ডলার: বিশ্ব ব্যাংকতিন বছর ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের অর্থনীতি পুনর্গঠনে আনুমানিক ৫২৪ বিলিয়ন মার্কিন ডলার দরকার। এই অর্থ দেশটির ২০২৪ সালের প্রত্যাশিত মোট অর্থনৈতিক উৎপাদনের প্রায় তিনগুণ। বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, ইউরোপীয় কমিশন এবং ইউক্রেন সরকারের এক যৌথ সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

আইফোন ১৬-এর ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়াআইফোন ১৬-এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইন্দোনেশিয়া। এ বিষয়ে অ্যাপল ও ইন্দোনেশিয়ার মধ্যে আলোচনা হয়েছে। এখন আইফোনটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়েছে ইন্দোনেশিয়া। সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ব্যয় কমাতে প্রেসিডেন্ট কার্যালয়ের গাড়িবহর নিলামে তুলছে শ্রীলঙ্কাঅব্যবহৃত ও ব্যয়বহুল বিলাসী যানবাহন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান সরকার। এই সিদ্ধান্তের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের ২১টি গাড়ি নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। অনুরা কুমারার নেতৃত্বাধীন সরকার মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে ব্যয় কমবে ও সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।

কেএএ/এএসএম