রাজধানীর মোহাম্মদপুরে সম্প্রতি ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে গেছে। এতে অতিষ্ঠ এলাকাবাসী। হঠাৎ করে এমন অপরাধ বেড়ে গেলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে দাবি এলাকাবাসীর।
Advertisement
এরই পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। এসময় মোহাম্মদপুর থানা ওসির অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।
অন্যথায় পলিশ সদরদপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মোহাম্মদপুর থানার সামনে গিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি করেন স্থানীয়রা। এর আগে মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে মশাল মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে থানার সামনে গিয়ে অবস্থান নেন তারা।
Advertisement
এলাকাবাসী জানান, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজিসহ নানার অপরাধ বেড়েই চলছে। পুরো দেশজুড়ে মোহাম্মদপুরের এমন ভয়াবহতা দেখলেও থানার ওসির ঘুম ভাঙেনি। কেউ ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। ফলে ওসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে।
মোহাম্মদপুরের বাসিন্দা ইশতিয়াক সজীব বলেন, আমরা কয়েকদিন ধরে দেখছি মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে হয়ে পড়েছে। ওলিগলিতে ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, পাড়া-মহল্লায় কিশোর গ্যাং সদস্যদের দিনের আলোতেই অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটছে। মোহাম্মদপুরের বর্তমান ওসি আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল না দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন।
তিনি বলেন, ওসির অধীনস্থ এলাকার এমন পরিস্থিতিতে তার ইন্ধন রয়েছে। না হয় কীভাবে একটি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ হয়? আমরা চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওসিকে অপসারণ করবে পুলিশ সদরদপ্তর। না হয় আমরা পুলিশ সদরদপ্তর বরাবর লং মার্চ করবো।
আরেক বাসিন্দা ইসমাইল পাটোয়ারী বলেন, আজকে কিশোর গ্যাং, ছিনতাই প্রতিরোধে পাড়া মহল্লায় রাত জেগে পাহারা দিতে হচ্ছে। পর্যাপ্ত পুলিশ থানায় থেকেও তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কেউ ছিনতাই কিংবা কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলে পুলিশ কোনো সহায়তা করে না। কোথায়ও প্রকাশ্যে কিশোর গ্যাং সদস্যরা হামলা করলে কিংবা ছিনতাইকারীরা ছিনতাই করলে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দেখা যায়।
Advertisement
টিটি/জেডএইচ/