জাতীয়

কিশোর গ্যাং নেতা ‘মাউরা সোহেল’ গ্রেফতার

রাজধানীর আদাবর এলাকার মাউরা গ্রুপের প্রধান ও কিশোর গ্যাং নেতা মো. সোহেল ওরফে মাউরা সোহেলকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

Advertisement

এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, একটি সামুরাই, একটি ছুরি ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এসব তথ্য জানান।

খান আসিফ তপু বলেন, রাজধানীর আদাবর এলাকার মাউরা গ্রুপের প্রধান ও কিশোর গ্যাং লিডার মো. সোহেল ওরফে মাউরা সোহেল (২৫) ও তার সহযোগী মো. আলাল হোসেনকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব-২।

Advertisement

আরও পড়ুন কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী নিহত ২৪ ঘণ্টায় মোহাম্মদপুরে গ্রেফতার ১৪

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে আদাবর থানা এলাকায় ৮ থেকে ১০ জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব-২। আভিযানে মো. সোহেল ওরফে মাউরা সোহেল ও মো. আলাল হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, মাউরা সোহেল মাউরা গ্রুপের প্রধান, তাদের সদস্য সংখ্যা ২০ থেকে ২৫ জন। তিনি আদাবর এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করেন। তার নেতৃত্বে চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। তার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একাধিক দস্যুতা মামলা রয়েছে।

গ্রেফতার আসামিদের কাছ থেকে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তী সময়ে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এছাড়া গ্রেফতার আসামিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/কেএসআর/এএসএম

Advertisement