বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ২ দিনব্যাপী ‘নজরুল উৎসব ২০২৫’-এর আয়োজন করেছে। আজ (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবনে শিল্পীরা উদ্বোধনী আয়োজনে গান ও কবিতায় নজরুলকে স্মরণ করেছেন।
Advertisement
‘দাও শৌর্য দাও ধৈর্য’ দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর নজরুলের ধ্রুপদাঙ্গের শ্যামাসংগীত ‘খড়্গ নিয়ে মাতিস রণে’ শোনান অভিজিত কুণ্ডু। নজরুলের খেয়ালাঙ্গের গান শোনান মনিষ সরকার, মোহিত খান ও মৌমিতা হক। নৃত্যালেখ্য ‘জাগে জ্যোতির্ময়’ পরিবেশন করেছে ধৃতি নর্তনালয়। ওয়ার্দা রিহাব নৃত্য পরিচালনা করেছেন।
এরপর নজরুল রচিত ঠুমরি অঙ্গের গান শোনাবেন ভাস্কর দেবনাথ, মিরাজুল জান্নাত ও সুমন মজুমদার। নজরুলের গজল অঙ্গের গান পরিবেশন করবেন রেজাউল করিম, আনিলা আমীরসহ আরও অনেকে। নজরুলের ভক্তিমূলক গান পরিবেশন করেন আফসানা রুনা ও নাসিমা শাহীন।
রাগাশ্রয়ী গান ‘মোর না মিটিতে আশা’ শোনান প্রিয়াঙ্কা গোপ। রাত ৯টার দিকে সমবেত পরিবেশনা ‘জয় হোক জয় হোক’ দিয়ে প্রথম দিনের পরিবেশনার পর্দা নামে। এর আগে বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নজরুলসংগীত সংস্থার সভাপতি শিল্পী ইয়াকুব আলী খান।
Advertisement
নজরুলসংগীত সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল এ প্রসঙ্গে বলেন, ‘কবি নজরুল ইসলাম কত বড় মানুষই না ছিলেন! তার চেতনা, মানবিকতা আর উদার্য বিস্ময়কর। আজ সমগ্র পৃথিবী হিংসা ও ভেদবুদ্ধিতে ক্ষতবিক্ষত। অথচ আজ থেকে অনেক বছর আগে পশ্চিমবঙ্গের এক হতদরিদ্র পরিবারে জন্মলাভ করে, জীবনের নানা সংকট ও বাধা অতিক্রম করে নিজের প্রতিভা দিয়ে শুধু বাঙালির হৃদয়ই জয় করেননি। সেই সঙ্গে বাঙালির আত্মপরিচয়ের এমন একটা উদার ও মানবিক রূপরেখা তৈরি করে গেছেন, সেটা আজও বাঙালির জন্য অনুকরণীয়।’
আরও পড়ুন:গাজী মাজহারুল আনোয়ারের বইয়ের পঞ্চম খণ্ড প্রকাশ অভিনেত্রীর মামলা, আজিজের নামে গ্রেফতারি পরোয়ানা
উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে প্রাবন্ধিক মফিদুল হক বলেন, ‘কাজী নজরুল ইসলাম যেমন আমাদের জাতীয় কবি, তেমনি তিনি আমাদের প্রাণের মানুষ। বাঙালিকে বারবার নজরুলের কাছে ফিরতে হয়।’ আগামীকাল (২৬ মার্চ) ২ দিনব্যাপী নজরুল উৎসব শেষ হবে।
এমএমএফ/জেডএইচ/
Advertisement