অর্থনীতি

তৈরি পোশাককে ছাড়িয়ে যাবে হালকা প্রকৌশল শিল্প

বিশ্ববাজারে প্রায় সাত ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের হালকা প্রকৌশল শিল্পপণ্যের চাহিদা রয়েছে। এ চাহিদার বিপরীতে বাংলাদেশের হালকা প্রকৌশলখাতে বিনিয়োগের পরিমাণ মাত্র ১৫ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে এখাতে ৪০ হাজার শিল্পকারখানা গড়ে উঠেছে, যাতে আট লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। বিনিয়োগ বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি হস্তান্তর, মাস্টার ট্রেইনার তৈরি এবং উদ্যোক্তাদের জন্য বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধা বাড়িয়ে দেশের হালকা প্রকৌশল শিল্পখাতে মূল্য সংযোজনের পাশাপাশি ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

Advertisement

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) টুল ইনস্টিটিউট প্রকল্পের আওতায় আয়োজিত ‘উৎপাদনমুখী প্রকৌশলের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বিটাকের মহাপরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটাক টুল ইনস্টিটিউট প্রকল্পের পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম নূরুল আমিন, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক আলোচনায় অংশ নেন।

সেমিনারে বক্তারা বলেন, হালকা প্রকৌশল শিল্পখাতে সনাতনী প্রযুক্তির পরিবর্তে সিএনসি (কম্পিউটারাইজ নিউমেরিক্যাল কন্ট্রোল) মেশিন প্রতিস্থাপনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বিশ্বমানের পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগিয়ে হালকা প্রকৌশল শিল্পখাত দেশের তৈরি পোশাক শিল্পখাতকেও ছাড়িয়ে যেতে পারে।

Advertisement

তারা শিল্পসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনের জন্য এ শিল্পখাতে আধুনিক প্রযুক্তি স্থানান্তর ও জনবলের দক্ষতা বাড়ানোর তাগিদ দেন। একই সঙ্গে তারা এ শিল্পখাতে বিদ্যমান সম্ভাবনা কাজে লাগাতে সময় আবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের পরামর্শ দেন।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, দেশীয় হালকা প্রকৌশল শিল্পখাতের সম্ভাবনা কাজে লাগাতে বর্তমান সরকার সম্ভব সব ধরনের সহায়তা দেবে।

তিনি বলেন, টেকসই শিল্পায়নের লক্ষ্যে সরকার যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে, সেগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগে ব্যাপকহারে শিল্পকারখানা গড়ে উঠবে। এসব শিল্পকারখানা পরিচালনার জন্য দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনবলের প্রয়োজন। হালকা প্রকৌশল শিল্পখাতে বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করে এ চাহিদা পূরণ করা হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার বিটাকের আওতায় টুল ইনস্টিটিউট প্রকল্প বাস্তবায়ন করছে।

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিল্প মন্ত্রণালয় দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল্পকারখানাগুলোকে সন্নিবেশিত করে শিল্পপার্ক গড়ে তুলছে। ওষুধ শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে মুন্সিগঞ্জের গজারিয়ায় এপিআই শিল্পপার্ক স্থাপনের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক, কেমিক্যাল ও মুদ্রণ শিল্পের জন্য আলাদা শিল্পনগরী স্থাপনের কাজ চলছে।

Advertisement

তিনি শিল্প উন্নয়নে প্রকৌশল গ্রাজুয়েটদের কার্যকর অবদান নিশ্চিত করতে পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিল্পকারখানায় ব্যবহারিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার ওপর গুরুত্ব দেন।

এসআই/বিএ/আরআইপি