রাত পোহালেই ঈদ। সবাই যখন ব্যস্ত ঈদ প্রস্তুতি নিয়ে তখন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রুহুল আমিন বাঘা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রুহুল আমিন মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভদ্রচাঁদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন বাঘা উপজেলার চর বিষুগাঁও গ্রামের মোসলেম বাঘার ছেলে।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভদ্রচাঁদ এলাকায় অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। এ সময় রুহুল আমিন উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন মো. রুহুল আমিন বাঘা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহম্মদ বলেন, রাত ৩টার দিকে মৃত অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশ।
Advertisement
শরীয়তপুর পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, রুহুলের বিরুদ্ধে থানায় মাদকসহ ছয়টি মামলা রয়েছে।
ছগির হোসেন/এফএ/জেআইএম