স্বাগতিক দল উদ্বোধনী ম্যাচ হারেনি কখনো। বিশ্বকাপের এই রেকর্ড কী থাকছে? নাকি ২১তম আসর বিশ্বকাপ কেড়ে নেবে স্বাগতিকদের এই গৌরবটুকু। প্রশ্নটা বারবার আসছে এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রাশিয়াকে নিয়ে। যদিও দেশটি ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ খেলতে নামবে বাজে ফর্ম নিয়ে।
Advertisement
বিশ্বকাপে যে ৩২টি দেশ খেলছে, রাশিয়া তাদের মধ্যে র্যাংকিংয়ে সবার নিচে। সর্বশেষ খেলা ৭ ম্যাচে কোনো জয় পায়নি দেশটি। এমন এক অবস্থায় ২১তম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে স্বাগতিকরা। এখানকার ফুটবল বিজ্ঞদের ধারণা কোচ স্তানিস্লাভ চেরেসভের নেতৃত্বে রাশিয়া একটা বাজে ফলই হয়তো করবে বিশ্বকাপে। গণমাধ্যমেও কিছুদিন ধরে তুলোধুনো চলছে রাশিয়ান কোচের। ব্যাঙ্গাত্বক ভিডিও এবং ছবি প্রকাশ হয়েছে সামাাজিক যোগাযোগ মাধ্যমে।
এসব নিয়ে প্রথম ম্যাচের আগেই জবাব দিতে হয়েছে ৫৪ বছর বয়সী এ কোচকে। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে রাশিয়া। বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রাশিয়ার কোচ বলেছেন, ‘কোনো সমালোচনাকেই আমলে নিচ্ছি না।’
বরং সমালোচনাকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন স্বাগতিকদের কোচ, ‘আমি মনে করি, সমালোচনা আমাদের জন্য ইতিবাচক কিছু বয়ে আনতে পারে। আমরা ওসবে কানও দিচ্ছি না। আমরা জানি আমাদের দায়িত্ব কী। আমরা ভালো ফুটবল খেলতে চাই।’
Advertisement
রাশিয়ান কোচ বলেছেন, ‘প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ। কারণ, সবাই চায় একটা ভালো শুরু করতে। আমার খেলোয়াড়রা জানে, তাদের কী করতে হবে। তারা দেশের প্রতিনিধিত্ব করছেন। খেলার সময় সেটা মাথায় রাখবেন। ম্যাচ জিততে তারা মাঠে সর্বশক্তি প্রয়োগ করবেন।’
প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে জিতবেন এমন প্রতিশ্রুতি অবশ্য দেননি রাশিয়ান কোচ। তবে তিনি জানিয়েছেন, মানুষ তার দলের খেলা দেখে যাতে আনন্দ পান সে চেষ্টাই করবে তার শিষ্যরা।
আরআই/আইএইচএস/জেআইএম
Advertisement