খেলাধুলা

গোৎসেকে দলে না নেওয়ার ব্যাখ্যা দিলেন জার্মান কোচ

শুর্লের ক্রস, সেখান থেকে বলটিকে বুকে নিয়েই মাটিতে পড়ার আগে দুর্দান্ত শট। মারিও গোৎসের সেই দুর্দান্ত গোলেই ২৪ বছর পর বিশ্বকাপ জিতেছিল জার্মানি। বিশ্বকাপ জয়ের পরে দেশেও সম্মানিত হয়েছিলেন এই তারকা ফুটবলার। কিন্তু ২০১৮ বিশ্বকাপের জন্য ঘোষিত জার্মান দলে তার না থাকাটা বিস্ময় প্রকাশ করেছে। অবশেষে তার না থাকার কারণ ব্যাখ্যা করলেন কোচ ইয়োকিম লো।

Advertisement

সম্প্রতি লো’র গোৎসের উদ্দেশ্যে করা ‘মেসির থেকে ভালো পারফরম্যান্স দেখিয়ে দলে আসো’ এমন মন্তব্য নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। লো এমন কোন মন্তব্য করার কথা অস্বীকার করে বলেন, ‘ঐ বাক্যটি ছিল খুব বাজে। এটা কীভাবে ছড়ালো আমি এ ব্যাপারে নিশ্চিত না। জনগনের সামনে আমার কথা বলাটাই অনেকটা ভুল হয়েছে।’

বিশ্বকাপে না নেওয়া প্রসঙ্গে লো বলেম্ন, ‘কেউ যদি বিশ্বকাপ ফাইনালের মত মঞ্চে কম বয়সে ফলাফল নির্ধারণী গোলটা করে ফেলে তাহলে এটা তার জন্য অনেকসময় খারাপ কিছু বয়ে আনে। তার এই মৌসুমটা একদমই ভালো যায়নি। আমরা তার কাছ থেকে এটা প্রত্যাশা করিনি।’

বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন গোৎসে। জাতীয় দলের জার্সি গায়ে ৬৩ ম্যাচে ১৭ গোল করা এই মিডফিল্ডার বলেন, ‘ অবশ্যই বিশ্বকাপে যেতে না পেরে আমি ব্যথিত। কিন্তু আমি সব কিছু করে যাবো স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য।’

Advertisement

আরআর/পিআর