খেলাধুলা

অভিষেকও হয়ে গেলো ‘অন্য আফ্রিদি’র

পাকিস্তান ক্রিকেটে অন্য এক আফ্রিদির আবির্ভাব নিয়ে মাতামাতি হচ্ছে বেশ কিছু দিন ধরেই। শহীদ আফ্রিদিকে তো সবাই চেনেন। তিনি অন্য এক আফ্রিদি, নাম শাহীন শাহ আফ্রিদি। আলোচনার মধ্যে আসতে না আসতেই আন্তর্জাতিক আঙিনায় অভিষেক হয়ে গেল ১৭ বছর বয়সী এই বাঁহাতি এই পেসারের।

Advertisement

আজ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হলো শাহীন শাহ আফ্রিদির। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২টি আর টি-টোয়েন্টিতে যার অভিজ্ঞতা মাত্র ৭ ম্যাচ খেলার।

এর আগে পাকিস্তান যুবদলের হয়ে নজর কেড়েছেন। তবে শাহীন শাহ আফ্রিদি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সর্বশেষ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলে। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন এই পেসার। গত ৯ মার্চ মুলতান সুলতান্সের বিপক্ষে এক ম্যাচে মাত্র ৪ রানে ৫টি উইকেট দখল করে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি।

প্রতিভার স্বাক্ষর যেভাবে রেখে চলেছেন, তাতে শাহীন শাহ আফ্রিদিকে আন্তর্জাতিক আঙিনায় ঠেলে দিতে দ্বিতীয়বার ভাবেননি নির্বাচকরা। দেখা যাক, আজ নিজের প্রথম ম্যাচেই প্রতিভার ঝলক দেখাতে পারেন কিনা আরেক ‘আফ্রিদি’।

Advertisement

এমএমআর/এমএস