প্রতিরক্ষা ব্যয় জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশে উন্নীত করতে যাচ্ছে যুক্তরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগের দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমন তথ্য জানিয়েছে।
Advertisement
স্টারমার প্রতিরক্ষা ব্যয় বর্তমানের দুই দশমিক তিন শতাংশ থেকে বাড়িয়ে দুই দশমিক পাঁচ শতাংশ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এই মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে জানায়, ইউরোপকে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে, তখন ইউরোপীয় নেতারা হতবাক হয়ে গিয়েছিলেন। এরপর বেড়ে যায় কূটনৈতিক তৎপরতা।
সোমবার ওয়াশিংটনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ট্রাম্পের সঙ্গে দেখা করেন এবং বৃহস্পতিবার স্টারমারের মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার কথা রয়েছে।
Advertisement
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনে শান্তি আলোচনার ক্ষেত্রে ইউরোপকে প্রয়োজন হবে। তবে তার আগে মস্কো ওয়াশিংটনের সঙ্গে বিশ্বাস স্থাপন করতে চায়। তাছাড়া যুদ্ধ বন্ধের চুক্তি এখনো অনেক দূরে বলেও উল্লেখ করেছেন তিনি।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে পুতিন বলেন, এখনো বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি। আমরা কেবল এই বিষয়ে একমত হয়েছি যে এ বিষয়ে এগিয়ে যাবো। এ ক্ষেত্রে অবশ্যই আমরা ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ অস্বীকার করছি না।
যুদ্ধ বন্ধে গত সপ্তাহে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এতে আমন্ত্রণ পায়নি ইউক্রেনসহ ইউরোপের দেশগুলো।
পুতিন বলেন, রিয়াদে আলোচনায় ইউরোপের কোনো সম্পর্ক নেই। কারণ সেখানে শুধু মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে আস্থা স্থাপনের ওপর নজর দেওয়া হয়েছে।
Advertisement
সূত্র: রয়টার্স
এমএসএম