জাতীয়

দেশব্যাপী ই-এগ্রিকালচার সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

দেশের কৃষকদের সুবিধার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ই-এগ্রিকালচার সেবা সম্প্রসারণে ডিজিটাল প্লাটফর্ম ‘কৃষি বাতায়ন’ (এগ্রিকালচার পোর্টাল) এবং ‘কৃষক বন্ধু ফোন সেবা’ উদ্বোধন করেছেন।

Advertisement

আজ (বুধবার) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবা উদ্বোধন করেন তিনি।

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মইনুদ্দীন আবদুল্লাহ এ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার অনুষ্ঠানে সঞ্চালন করেন।

‘কৃষি বাতায়ন’ একটি কেন্দ্রীয় সার্ভিস পোর্টাল। এ পোর্টাল থেকে সেবা দিতে অথবা প্রয়োজনীয় সেবা পেতে কিছু মোবাইল অ্যাপস তৈরি করা হয়েছে। কৃষক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের বিভিন্ন প্রয়োজন বিবেচনায় নিয়ে এ মোবাইল অ্যাপস তৈরি করা হয়। যে কোনো কৃষক নিজ ফোন থেকে ৩৩৩১ নম্বরে ফোন করে কৃষি বাতায়নে কৃষি-সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারবেন।

Advertisement

কৃষক এবং কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মীদের নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য পরামর্শ দিতে মোবাইল ফোনভিত্তিক কৃষি সম্প্রসারণ সেবা কৃষক বন্ধু ফোন সেবা গড়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এক্সেস টু ইনফরমেশন (এটুআই) কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় এ সেবার গড়ে তোলে।

এফএইচএস/এমবিআর/জেআইএম